ডিএসএলআরের মতো ছবি তোলা যাবে আইফোনে

0
67

আইফোন ৬প্রতিদিনই নিজেদের মোবাইল ফোনটি ব্যবহার করে আমরা অসংখ্য ছবি তুলে থাকি। কিন্তু মোবাইল সেটা যতো দামি আর ভালোই হোক না কেনো তাতে তোলা ছবি ডিজিটাল-এসএলআরের কোয়ালিটির ধারে কাছে যেতে পারে না।

এই সংকট কাটাতে বাজারে এসেছে ডিএসএলআরসহ আইফোন। লাইটনিং অ্যাডাপটারের মাধ্যমে ওই ছোটো কিন্তু ডিএসএলআর ক্যামেরার গুনসম্পন্ন ক্যামেরাটি আইফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে।

ডিএক্সও ওয়ান নামের এই আইফোনটি পকেটেও রাখা যাবে। কারণ একে বানানোই হয়েছে আইফোনের সঙ্গে সংযুক্ত করার জন্য। তবে মজার ব্যাপার হলো এই ডিএক্সওকে আপনি স্বতন্ত্র ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারবেন। এমনকি সেলফিও তুলতে পারবেন।

ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে তা আইপড বা আইফোনে ট্রান্সফার করা যাবে এবং এখান থেকে ছবিগুলো এডিট করাও যাবে ইচ্ছামতন।