ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে তারকার মেলা

0
77

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনকে ঘিরে টেলিভিশন মিডিয়ার সবাই এসেছেন রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে। নাট্যকার-নির্মাতা-অভিনয়শিল্পীদের মিলনামেলায় পরিণত হয়েছে ভোটকেন্দ্র। ভোটার না হয়েও অনেকেই এসেছেন ভোটকেন্দ্রে। আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিছুক্ষন আগেই শেষ হয়েছে তা। আর এখন শুরু হয়েছে ভোট গননা। সকাল থেকেই ভোটকেন্দ্রে এসে জমিয়ে আড্ডা দিচ্ছেন টিভি অঙ্গনের শিল্পী নির্মাতা ও নাট্যকাররা। ভোটকেন্দ্র যেন হয়ে উঠেছে নবীন-প্রবীণ নির্মাতা-নাট্যকার-অভিনয়শিল্পী-ক্যামেরাম্যান’সহ টিভি নাটকের সঙ্গে যুক্ত সবার মিলনমেলা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারাদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। মাঝে ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি ছিল। এরপর আবারও পুরোদমে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মতো ডিরেক্টর গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০০২ সালে পরিচালকদের অধিকার রক্ষার জন্য গঠন করা হয় সংগঠনটি। শুরু থেকে তিনবার ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠন করা হলেও এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ৮টি পদের জন্য লড়ছেন ৫৩ প্রার্থী। ডিরেক্টরস গিল্ডের মোট ভোটার সংখ্যা ৩৮৪ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ড. ইনামুল হক। তার সঙ্গে কমিশনার আছেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।