ড. ইউনূস-ই গ্রামীণ ব্যাংকের ক্ষতি করে যাচ্ছেন অর্থমন্ত্রী

0
85

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতড. মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত কৌশলী মন্তব্য করে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার নয়, দুই বছর ধরে ড. ইউনূস-ই গ্রামীণ ব্যাংকের ক্ষতি করে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্টিক হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস রাজনীতির পোশাক পড়বেন না— অথচ রাজনীতি করবেন এটাই তার অন্যায়- এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, তিনি অত্যন্ত কৌশলী—তিনি রাজনীতিবিদের পোশাকটা পড়তে চান না, উনি রাজনীতিবিদ নন কিন্তু রাজনীতিবিদের মতো কাজ করেন। এখন তিনি যা করছেন তা একান্ত রাজনীতিবিদের কাজ।

এ সময় অর্থমন্ত্রী লিখিত বক্তব্যে তত্ত্বাবধায়ক ইস্যুতে ড. ইউনূসের দেয়া বক্তব্যের সমালোচনা করেন।

রাজনীতির পোশাক না পড়ে রাজনীতি করায় ড. ইউনূসকে কৌশলী রাজনীতিবিদ বলে অ্যাখ্যা দেন অর্থমন্ত্রী।

গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এ ব্যাংক নিয়ে গর্ববোধ করে।

সারাবিশ্বকে কাপিয়ে তুলেছেন যে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে চাচ্ছে, আপনারাই বিবেচনা করুন গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার ষড়যন্ত্রটা কে করছে এভাবে প্রশ্ন রাখেন মন্ত্রী।

বিএনপি রাজনৈতিক দল হওয়ার উপযুক্ত নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে দলটি আন্তরিক নয়।