ড. তুরিন আফরোজের বাসায় হামলার প্রতিবাদে সভা

0
98

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরীন আফরোজের বাসায় গত বুধবার গভীর রাতে বোমা বিষ্ফোরণের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের দোসররাই তুরিনের বাসায় বারবার হামলা করছে। প্রতিক্রিয়াশীলদের ওপরই তুরিনের ওপর হামলার দায় বর্তায়। অবিলম্বে তুরিনের বাসায় হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা। বক্তারা তুরিনসহ তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তুরিন আফরোজকে সময়ের সাহসী সন্তান অভিহীত করে বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে দেশবাসী জ্ঞাত। এরপর থেকে প্রতিনিয়ত নানাভাবে তুরিনের ওপর হামলা করার চেষ্টা চালিয়েছে প্রতিক্রিয়াশীল চক্র। শুধু তাই নয়, ইতোমধ্যে আরো অনেকবার তুরিনের বাসায় হামলাসহ ডাকাতির ঘটনাও ঘটেছে। কোন ঘটনার সঠিক তদন্ত হয়নি। অবিলম্বে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন নেতৃবৃন্দ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে গতকাল ২৬ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সহ-সভাপতি শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী ও আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী, জেলা নেতা অলিদ চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, মাউসুফ উদ্দিন মাসুম, নিখিলেষ সরকার রাজ, মইদুল ইসলাম, অভি চৌধুরী, অভিজিৎ নাথ, অরণ্য সরওয়ার রনি, কামাল উদ্দিন চোহানী, রাসেল দে, সুকান্ত দেব, বাবলু আচার্য্য শ্রাবণ, বেলাল নূরী, অভি দে, মো. রানা, জয়ন্ত ধর, মো. খোকন, মো. রাসেল, মো. সাকিব, নাজমুল নাঈম, মো. সজীব, শান্ত দাশ, মানিক দাশ, মো. সাজিদ, মানস দত্ত, উজ্জ্বল বড়–য়া, শান্ত দাশ, রাজ সরকার, টিটু দাশ, মো. হাবিব, প্রান্ত দাশ, টিটু দাশ, নয়ন দাশ, অনীক দাশ, দ্বীপজয় দাশ, পার্থ দাশ, শিপরাজ চৌধুরী, মো. রাসেল প্রমুখ>> প্রেস রিলিজ