ড. শহীদুল্লাহ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0
104

ড. শহীদুল্লাহ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নহাটহাজারীর গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমীর বার্ষিক আন্তঃ হাউজ ক্রীড়া প্রতিযোগিতায় বক্তারা বলেন, লেখাপড়া ও খেলাধুলা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সম্প্রতি বিদ্যালয় মাঠে আন্তঃ হাউজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসূন কুমার চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম রেজা, ম্যানেজিং কমিটির সদস্য বি. এম মন্জুর এলাহী, সাইদুল হক, আলাউদ্দিন তালুকদার, মোঃ জসীম উদ্দিন ও জসীম উদ্দিন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদেব কুমার শীল।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জাতীয় পতাকা, বিদ্যালয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। শান্তির প্রতীক শ্বেত কপোত উড়িয়ে ও মশাল প্রজ্জলন করে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চারটি হাউজে বিভক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্র্থী অংশগ্রহন করে। সবশেষে “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সকলকে মুগ্ধ করে। সাজসজ্জা ও ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতায় আলহাজ্ব অধ্যাপক আহমদ হোসেন হাউজ চ্যাম্পিয়ন, আলহাজ্ব ফজলুল হক চৌধুরী হাউজ রানার্স আপ ও আলহাজ্ব জেবল আহমদ কন্ট্রাক্টর ২য় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। আলহাজ্ব আবদুল্লাহ আল ছগীর হাউজ সুশৃঙ্খল হাউজের কৃতিত্ব অর্জন করে।