ঢাকা-চট্টগ্রাম ২২টি জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ

0
58

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান মহাসড়কগুলোতে ধীরগতির গাড়ি চলাচলের জন্য আগামী বছর থেকে বাইলেন নির্মাণের কাজ শুরু হবে বলেও মতবিনিময়ে জানান মন্ত্রী।

অটোরিকশা, টেম্পোসহ কম গতির তিন চাকার যানবাহনকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী করে গত ১ অগাস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে সরকার।

এতে গত কয়েক দিনে মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমেছে বলেও দাবি করেছেন মন্ত্রী।

দেশের আড়াই লাখ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়ক রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক-মহাসড়কের পরিমাণ ২১ হাজার কিলোমিটার। আর জাতীয় মহাসড়ক রয়েছে প্রায় ৩ হাজার কিলোমিটার।