আদর্শ ঢাকা আন্দোলন’র কাউন্সিলর প্রার্থীদের তালিকা

0
129

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে সমর্থিত মেয়র প্রার্থী ঘোষণা করার পর এবার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি।

বিএনপি সমর্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’ আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে।

সংগঠনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ ও সদস্য সচিব শওকত মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থন দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন কাউন্সিলরদের তালিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাউন্সিলরদের তালিকা

উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সংরক্ষিত নারী কাউন্সিলরদের তালিকাঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সমন্বয়ে
গঠিত ‘আদর্শ ঢাকা উন্নয়ন’-এর আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ ও সদস্য সচিব সাংবাদিক শওকত মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে গতকাল এ তালিকা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থন দিয়েছে। উল্লেখ্য, আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারেই ঢাকার দুটি সিটি নির্বাচন করছে বিএনপি। কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। মেয়র পদে আগে মৌখিকভাবে ঢাকা দক্ষিণে মির্জা আব্বাস ও উত্তরে তাবিথ আউয়ালের প্রতি সমর্থনের কথা প্রকাশ করা হলেও গতকাল বিবৃতিতে আনুষ্ঠানিকভাবেই তাদের নাম প্রকাশ করা হয়েছে। তবে কাউন্সিলর পদে ঢাকা দক্ষিণে ৬টি (১৫, ২০, ২৪, ৩৯, ৪৯ ও ৫৪) ও ঢাকা উত্তরে ১টি (২৬) এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ঢাকা দক্ষিণে একটি (৭) ও ঢাকা উত্তরে (৮) নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা দেয়া হয়নি। এসব ওয়ার্ডে সমর্থনের সিদ্ধান্ত পরে জানানো হবে। এবারের সিটি নির্বাচনে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিরর পদেও নতুন মুখের ছড়াছড়ি। ঢাকা দক্ষিণ ও উত্তরে বেশিরভাগ প্রার্থীই নতুন মুখ। সাবেক কাউন্সিলরদের মধ্যে অনেকেই এবার দলের সমর্থন পাননি। এবার সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী লড়াইয়ে বিএনপির সমর্থন পেয়েছেন ৬ জন নারী। তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কমিশনার পদে ২ নম্বর ওয়ার্ডে হাবিব চৌধুরী বীথি, ২৭ নম্বর ওয়ার্ডে সাইদা মোর্শেদ, ২৮ নম্বর ওয়ার্ডে উম্মে খাদিজা পারভেজ, ৩৮ নম্বর ওয়ার্ডে মেহেরুন নেছা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর পদে ৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আহমেদ মিষ্টি ও ৩৬ নম্বর ওয়ার্ডে সাজেদা আলী হেলেন সমর্থন পেয়েছেন।
কাউন্সিলর পদে যারা সমর্থন পেলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কমিশনার পদে ১ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির, ২ নম্বর ওয়ার্ডে হাবিব চৌধুরী বীথি, ৩ নম্বর আবুল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মো. গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মো. হামিদুল হক, ৬ নম্বর ওয়ার্ডে মো. শামছুল হুদা, ৭ নম্বর ওয়ার্ডে মো. শামছুল হুদা কাজল, ৮ নম্বর ওয়ার্ডে ইসমাইল হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে মকবুল আহমেদ আকন্দ, ১০ নম্বর ওয়ার্ডে মো. হারুনুর রশিদ, ১১ নম্বর ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন দেলু, ১২ নম্বর ওয়ার্ডে ফজলে রুবাইয়াত পাপ্পু, ১৩ নম্বর ওয়ার্ডে মো. লোকমান হোসেন ফকির, ১৪ নম্বর ওয়ার্ডে মো. রফিকুল হক, ১৫ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ১৬ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ১৭  নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে মো. আরিফুল ইসলাম আরিফ, ২০ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ২১ নম্বর ওয়ার্ডে খাজা হাবিবুল্লাহ হাবিব, ২২ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ২৩ নম্বর ওয়ার্ডে  সাঈদ হোসেন সোহেল, ২৪ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ২৫ নম্বর ওয়ার্ডে হাজী আলতাফ হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে মীর আশরাফ আলী আজম, ২৭ নম্বর ওয়ার্ডে সাইদা মোর্শেদ, ২৮ নম্বর ওয়ার্ডে উম্মে খাদিজা পারভেজ, ২৯ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম রাসেল, ৩০ নম্বর ওয়ার্ডে হাজী মো. আবদুর রাজ্জাক, ৩১ নম্বর ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ডে ইমরানুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডে মো. মোহন, ৩৪ নম্বর ওয়ার্ডে মো. মামুন, ৩৫ নম্বর ওয়ার্ডে ইয়াকুব সরকার, ৩৬ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৩৭ নম্বর ওয়ার্ডে এ বি এম পারভেজ রেজা, ৩৮ নম্বর ওয়ার্ডে মেহেরুন নেছা, ৩৯ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৪০ নম্বর ওয়ার্ডে মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত আলী খান, ৪২ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৪৩ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ উদ্দিন আহমেদ, ৪৪ নম্বর ওয়ার্ডে মো. আবদুস শাহেদ মন্টু, ৪৫ নম্বর ওয়ার্ডে আবদুল কাদির, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. ফারুক, ৪৭ নম্বর ওয়ার্ডে কাজী মাহাবুব মওলা হিমেল, ৪৮ নম্বর ওয়ার্ডে আতিকুল্লাহ আতিক, ৪৯ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৫০ নম্বর ওয়ার্ডে রাইছেল হাসান হবি, ৫১ নম্বর ওয়ার্ডে নাজির আহমেদ মিয়া, ৫২ নম্বর ওয়ার্ডে বাদল রানা, ৫৩ নম্বর ওয়ার্ডে মো. মীর হোসেন মীরু, ৫৪ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৫৫ ওয়ার্ডে হাজী মো. শহিদুল্লাহ, ৫৬ নম্বর ওয়ার্ডে হাজী আবদুল বাতেন ও ৫৭ নম্বর ওয়ার্ডে মো. রাসেল আলম। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান সেগুন, ২ নম্বর ওয়ার্ডে মো. সাজ্জাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে কাজী আলী ইমাম আসাদ, ৪ নম্বর ওয়ার্ডে সাব্বির দেওয়ান জনি, ৫ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মাহফুজ হোসাইন খান সুমন, ৭ নম্বর ওয়ার্ডে রবিউল আউয়াল সোহেল, ৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আহমেদ মিষ্টি, ৯ নম্বর ওয়ার্ডে ডা. মো. বদিউজ্জামান, ১০ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ খান, ১১ নম্বর ওয়ার্ডে এ এল এম কাওসার আহম্মদ, ১২ নম্বর ওয়ার্ডে মো. বাবুল আক্তার (মুক্তিযোদ্ধা), ১৩ নম্বর ওয়ার্ডে মো. আবদুল মনি, ১৪ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন জিল্লু, ১৫ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত আলী (অধ্যক্ষ), ১৬ নম্বর ওয়ার্ডে আলহাজ সৈয়দ একরাম হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে মো. শাহীনুর আলম, ১৮ নম্বর ওয়ার্ডে ইঞ্জিনিয়ার কাজী আবদুল লতিফ, ১৯ নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন ভূঁইয়া, ২০ নম্বর ওয়ার্ডে মো. হাবিব উল্লাহ হবি, ২১ নম্বর ওয়ার্ডে এ জি এম সামছুল হক সামছু, ২২ নম্বর ওয়ার্ডে ফয়েজ আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডে আবুল মেছের, ২৪ নম্বর ওয়ার্ডে মাহমুদুল আলম মন্টু, ২৫ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম কাজল, ২৬ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুজ্জামান আনোয়ার, ২৮ নম্বর ওয়ার্ডে প্রিন্সিপাল আবদুস সাত্তার, ২৯ নম্বর ওয়ার্ডে মো. এনায়েতুল হাফিজ, ৩০ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম হাসু, ৩১ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন ফরহাদ, ৩২ নম্বর ওয়ার্ডে আতিকুল ইসলাম মতিন, ৩৩ নম্বর ওয়ার্ডে সাহাবুদ্দিন মুন্না, ৩৪ নম্বর ওয়ার্ডে মো. ওসমান গনি শাহজাহান, ৩৫ নম্বর ওয়ার্ডে শেখ আমির হোসেন আমির ও ৩৬ নম্বর ওয়ার্ডে সাজেদা আলী হেলেন সমর্থন পেয়েছেন।
সংরক্ষিত আসনে যারা সমর্থন পেলেন: ঢাকা দক্ষিণে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে শামীম আক্তার সোমা, ২ নম্বর ওয়ার্ডে হোসনে আরা চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডে হোসনে আরা বেগম, ৪ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম মিতা, ৫ নম্বর ওয়ার্ডে সৈয়দা মরিয়ম বেগম সীমা, ৬ নম্বর ওয়ার্ডে শিরিন জাহান, ৭ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৮ নম্বর ওয়ার্ডে নিলুফা রহমান, ৯ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তার শানু, ১০ নম্বর ওয়ার্ডে সামসুন নাহার ভূঁইয়া, ১১ নম্বর ওয়ার্ডে নাসরিন রশিদ পুতুল, ১২ নম্বর ওয়ার্ডে সুরাইয়া বেগম, ১৩ নম্বর ওয়ার্ডে মমতাজ চৌধুরী টুটু, ১৪ নম্বর ওয়ার্ডে  ফরিদা ইয়াসমিন, ১৫ নম্বর ওয়ার্ডে রাশিদা আক্তার রাণী, ১৬ নম্বর ওয়ার্ডে মনি বেগম, ১৭ নম্বর ওয়ার্ডে আসমা আফরিন, ১৮ নম্বর ওয়ার্ডে খালেদা আলম, ১৯ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার ফাতেমা এবং ঢাকা উত্তর সংরক্ষিত মহিলা আসন ১ নম্বর ওয়ার্ডে সালেহা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে আমেনা খাতুন, ৩ নম্বর ওয়ার্ডে মেহেরুন নেছা, ৪ নম্বর ওয়ার্ডে মিলি জাকারিয়া, ৫ নম্বর ওয়ার্ডে নাজমা কবির, ৬ নম্বর ওয়ার্ডে রুনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ডে তাহমিনা শাহীন, ৮ নম্বর ওয়ার্ডে পরবর্তীতে সিদ্ধান্ত, ৯ নম্বর ওয়ার্ডে আলেয়া বেগম মনি, ১০ নম্বর ওয়ার্ডে রোকেয়া সুলতানা তামান্না, ১১ নম্বর ওয়ার্ডে ফারহানা ইয়াসমিন আতিকা ও ১২ নম্বর ওয়ার্ডে আনোয়ার বেগম।