বাড়ি সাত রং আলপনা ঢেড়স’র কন্ডিসনার চুল করে সিল্কি ঝলমলে

ঢেড়স’র কন্ডিসনার চুল করে সিল্কি ঝলমলে

0
129

সবাই চাই নিজের চুলগুলো যেন হয় সিল্কি সুন্দর জলমলে।কন্তু চাইলেই তো আর তা হয় না।অনেকেই বলেন তার চুল গুলো পাটের আসের মতো রুক্ষ ।অনেকে অনেক কিছু ব্যাবহার করেছেন কিন্তু কোনো লাভ হয় নি।অনেকে কন্ডিসনার ব্যাবহার করে চুল সিল্কি করার জন্য।কিন্তু কন্ডিসনার এ চুলের গোড়া নরম হয়ে যায়।চুল উঠতে সুরু করে।তাই আজ আমি আপনাদের এমন একটা টিপস দেবো আপনারা খুব সহজে চুল সিল্কি করতে পারবেন।

ঢেড়স এর কন্ডিসনার তৈরির নিয়ম:
প্রথমে আপনার চুলের ঘনত্ব বুঝে ঢেড়স নিন।মাঝারি আকারের চুলের জন্য ১৫ থেকে ২০ টা ঢেড়স হলেয় চলবে।তারপর ঢেড়স গুলোকে মাঝারি আকারের কেটে নিন। এর মধ্যে ফোটানো ফিল্টার করা পানি দিন পরিমান মতো।এরপর অল্পো আচে জাল দিন।যখন ঢেড়সের রস বেরিয়ে পুরা পানি পিচ্ছিল হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঢেড়সের টুকরো গুলো ফেলে দিন ।রসটায় কন্ডিসনার হিসাবে ব্যাবহার করতে হবে।

ব্যাবহার পদ্ধতি:
এটি ঠান্ডা করে পুরা চুলে লাগাতে হবে ।চাইলে লেবুর রস বা মধু মেশাতে পারেন।না মেশালেও সমস্যা নেয়।আধা ঘন্টা পর চুল স্যাম্পু করে ফেলুন।তার পর চুল ভালো করে শুকিয়ে ফেলুন।দেখুন আপনার চুলের পরিবর্তন।