তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবন লক্ষ্য করে চার-পাঁচটি হাতবোমা

0
186
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর রাজধানীর দারুস সালামের বাসভবন লক্ষ্য করে চার-পাঁচটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।তথ্যমন্ত্রীর বাসায় ৩টি হাতবোমা বিস্ফোরণ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফাইল ছবি
রোববার দুপুরে জামায়াত ইসলামী হরতাল ডাকার পরপরই এ ঘটনা ঘটে।

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন সাগর  বলেন, “নিক্ষিপ্ত হাতবোমার তিনটি বিস্ফোরিত হয়েছে। হাতবোমাগুলো পাঁচ তলা ভবনের তৃতীয় তলার কাচে লেগে বিস্ফোরিত হয়।”

ভবনের দ্বিতীয় তলায় তথ্যমন্ত্রী থাকেন জানিয়ে তার সহকারী বলেন, “তথ্যমন্ত্রী এসময় বাসায় ছিলেন না।” দারুস সালামের ওই ভবনের তৃতীয় তলায় তথ্যমন্ত্রী ইনুর বোন বসবাস করেন।
গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তা জ্যেষ্ঠ এডিসি সানোয়ার হোসেন জানান, বেলা আড়াইটার দিকে তথ্যমন্ত্রীর বাসায় হাতবোমা নিক্ষেপের এ ঘটনা ঘটে।
এর আগে গত মাসে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা এক হরতালের আগের দিন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বাসার ছাদে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ২৮ মে’র ওই হরতালের দিন হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে।