তরল বর্জ্য ফেলে দূষণ: বে ফিশিংকে জরিমানা

0
264

কর্ণফুলী নদীতে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে পতেঙ্গার বে ফিশিং করপোরেশন লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক শুনানি শেষে এ জরিমানা করেন।

এর আগে সোমবার (৩ সেপ্টেম্বর) পতেঙ্গায় বে ফিশিং করপোরেশন লিমিটেডের ভোজ্য তেল পরিশোধনাগারে অভিযান চালায় পরিবেশ অধিদফতর। এ সময় মঙ্গলবার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য বে ফিশিং করপোরেশন লিমিটেডকে নোটিশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কর্ণফুলী নদীতে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে বে ফিশিং করপোরেশন লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। শুনানিতে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের।