‘তরুণ প্রজন্ম যতবেশি সাহিত্য-সংষ্কৃতি চর্চা করবে জাতি তত সমৃদ্ধ হবে’

0
68

জাতীয় লেখক-লেখিকা ও সাহিত্য সংগঠন ‘ঘাসের ডগায় শিশির (ঘাডশি) ২০৮ তম সহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসর চট্টগ্রাম নগরীর কদম মোবারক স্কুল মিলনায়তনে সংগঠনের সভাপতি এস.এম সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও ছড়াকার আ ফ ম মোদাচ্ছির আলী, সংগঠক মোঃ জামাল উদ্দিন, কবি ও ছড়াকার ফারুক হাসান, কবি ও সাংবাদিক স.ম. জিয়াউর রহমান, কবি নুর আল আলম।
সেমিনারে বক্তারা বলেন, একটি জাতি অলংকৃত ও গৌরবময় সম্পদ হচ্ছে তার নিজস্ব সংষ্কৃতি ও সাহিত্য। একটি জাতিকে বিশ্বের উচ্চ আসনে নিতে সংষ্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বের বহু দেশ সাহিত্য ও সংষ্কৃতিকে লালন করে আজ উচ্চ আসনে প্রতিষ্ঠিত। যে মাধ্যমটি চর্চা ও লালন করে জাতি কখনো দরিদ্র হয়না সেটি হচ্ছে সাহিত্য ও সাংষ্কৃতিক চর্চা। বক্তারা আরো বলেন, সাহিত্য ও সংষ্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে এবং ব্যক্তিসত্ত¦াকেও আলোকিত করে। তাই তরুণ প্রজন্মরা যতবেশি সাহিত্য সংষ্কৃতি চর্চায় মনযোগী হবে জাতি তত সমৃদ্ধ হবে। প্রতিষ্ঠাতা মোঃ বেলাল হোসেন উদয়নের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কবি ওসমান জাহাঙ্গীর, নূর নবী হীরা, হাফিজুর রহমান খান, মোহাম্মদ আসিকুল ইসলাম, মোঃ ফরহাদ মিয়া, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, মোঃ কুতুব উদ্দিন রাজু, রাজীব চক্রবর্তী।
আলোচনা ও কবিতা পাঠ শেষে সংগঠনের মাসিক মুখপএ ‘স্বপ্নরচনা’ উম্মোচন করেন।
উক্ত প্রোগ্রামে কারিগরি সহযোগীতায় ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি ও বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি।