তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে খালেদা

0
135

তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে খালেদাসাবেক নৌবাহিনী প্রধান ও তারেক রহমানের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাদ মাগরিব মরহুমের ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবনে’ (ধানমন্ডি আ/এ, বাড়ি ৪০, রোড-৫) আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন তিনি। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। রাত পৌনে আটটায় সাবেক নৌ প্রধান মাহবুব আলী খানের বাসায় পৌঁছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পালিত হয়। এসময় প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও তার স্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্রি. জে. (অব.) হান্নান শাহ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, এনাম আহমেদ চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সম্পাদক সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দল সম্পাদক সরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। শরিক দলের নেতাদের মধ্যে ইসলামী ঐক্যজোটের সভাপতি আব্দুল লতিফ নেজামী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ই আগস্ট কুর্মিটোলায় বিধ্বস্ত বাংলাদেশ বিমানের উদ্ধার অভিযান তদারকির সময় অসুস্থ হয়ে সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব আলী খান। মরহুমের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- সকালে রাজধানীর বনানীতে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, কুরআন খতম ও বিশেষ মোনাজাত।