তাহের উদ্দিনের মতো ত্যাগী নেতার প্রয়োজন রয়েছে

0
70

অবিভক্ত বাকলিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম তাহের উদ্দিনের ১৬তম স্মরণ সভা অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা এম. আকবর আলী আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওযামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ তাহের উদ্দিনের মতো ত্যাগী নেতার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, তিনি দলের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। প্রধান আলোচকের বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন বৃহত্তর বাকলিয়া আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সামশুল আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম আশরাফুল আলম, বাকলিয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুচ সবুর, ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ১৮নং পূর্ব বাকলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছৈয়দ কুতুব উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, বাকলিয়া থান আওয়ামী লীগ নেতা এড.সৈয়দ জানে আলম জানু, মহানগর যুবলীগ নেতা তারেক সুলতান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম, তাহের উদ্দিন স্মৃতি সংসদের উপদেষ্টা মুহাম্মদ গিয়াস উদ্দিন, গরীবে নেওয়াজ জিনু, মোঃ কুতুব উদ্দিন, মোঃ শফি, মোক্তার হোসেন, মোঃ সাইফুদ্দীন, ইব্রাহিম মোহাম্মদ সোহেল, হারুন উর রশিদ বাসেদ, আমিরুল কাদের চৌধুরী সজিব, সৈয়দ ওবাইদ উল্লাহ রোমান, মোঃ মামুন, মুনির চৌধুরী, ফয়সাল, সরোজিত বড়–য়া শুভ, মোঃ আসিফ, মোঃ সাকিব, মোঃ সৌরভ, মোঃ মিনার প্রমুখ। পরিশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা এম সোলাইমান কাসেমী।