তিন বেকারি মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

0
76
নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তিন বেকারি মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) র‌্যাবের সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে এ  অভিযান পরিচালনা করেন।
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বেকারির মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের লাইন্সেস বিহীন বেকারী সামগ্রী উৎপাদনের দায়ে নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার এশিয়া ফুড প্রোডাক্টসের মালিক মো. কায়কোবাদকে (৩৫) কে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, গ্রীণ ফুড প্রোডাক্টসের মালিক হাজী মো. বশির আহমদকে (৬২) ৫০ হাজার টাকা ও মুরাদপুর এলাকার হক ফুড প্রোডাক্টসের মালিক আবু তালেবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে এশিয়া ফুড প্রোডাক্টসের মালিক মো. কায়কোবাদ জরিমানা ‍দিতে ব্যর্থ হওয়ায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযানকালে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ও বিএসটিআইয়ের মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।