তিন সিটি নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর

0
61

কামরুলসুষ্ঠুভাবে সিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বঙ্গমাতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রাজধানী ও চট্টগ্রামে সিটি নির্বাচনের হাওয়া লেগেছে। দেশের মানুষ চায় একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করুক। কিন্তু এ সুন্দর পরিবেশকে দূষিত করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে। কিন্তু সেসব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর।’

এসময় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আনন্দঘন এ সিটি নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নামতে দেয়া না হোক। তারা অনেক মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো সংঘাত এ দেশের মানুষ চায় না।’

কামরুল বলেন, ‘একাত্তরের ঘাতক দালাল ও মুজিব নগরের সঠিক ইতিহাস সর্ম্পকে নতুন প্রজন্মকে জানতে দেয়া হয়নি। বর্তমান সরকারের কারণে দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সর্ম্পকে জানতে পারছে। এর আগে তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল।’

জিয়াউর রহমানকে সিআইএ এজেন্ট আখ্যা দিয়ে খাদ্য মন্ত্রী বলেন, ‘একাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সব ধরনের কার্যক্রম প্রমাণ করে তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না। তাই ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানি হানাদাররা যে স্থানে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে সে স্থানটিকে ইতিহাস থেকে মুছে ফেলতে সেখানে শিশুপার্ক তৈরি করেছেন তিনি।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধান বিশেষজ্ঞ আমির উল ইসলাম বলেন, ‘মুজিব নগর সরকার কোনো বিপ্লবী বা অস্থায়ী সরকার নয়। এটিই বাংলাদেশের প্রথম সরকার।’

আয়োজক সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন মনসুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এমএ করিম প্রমুখ।