তুরাগ তীরে জুমা, মুসল্লিদের ঢল, ২ জনের মৃত্যু

0
101

ইকবাল আহমদ সরকার, টঙ্গী থেকে: আজ শুক্রবার ফজরের নামাজের পর দেশী-বিদেশী মুসুল্লি আর আলেম ওলামাদের উপস্থিতিতে শুরু হয়েছে তাবলীগ জামায়াত আয়োজিত ৪৯ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাংলাদেশের মাওলানা জমির উদ্দিন বয়ান শুরু করেন। দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির শ্রোত চলছে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে। আল¬াহু আল¬াহু ধ্বনিতে মুখর তুরাগ তীর। প্রথম দিনে জুম্মার বৃহৎ জামায়াতে অংশ নিতে রাজধানীসহ গাজীপুরও আশপাশের জেলার লোকজনও এসেছেন ইজতেমা ময়দানে।
গতরাতে ইজতেমা ময়দানে ১৩ নম্বর খিত্তায় কুমিল্লা আর ২২ নম্বর খিত্তায় নোয়াখালীর দু’জন মুসল্লি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়। দেশের ৩২টি জেলার তাবলীগের মুসল্লি ছাড়াও ঢাকা জেলার আংশিক মুসল্লি শরিক হয়েছেন এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে। তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ ঈমান, আমল ও আখলাক আর তাবলীগের ৬ উসূল বা মূলনীতির নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান শুরু করবেন এখানে। তিন দিন ধরে অবস্থান নেয়ার জন্যে নানা আয়োজন নিয়ে সন্তুষ্ট দূর-দুরান্ত থেকে আসা মুসল্লিগণ। আগে ওযু গোসল, রান্না-বান্না স্থান আর পর্যাপ্ত পানির অভাব নিয়ে ব্যাপক অভিযোগ থাকলেও এবার তেমনটা নেই। এবার প্রতিদিন সরবরাহ করা হবে তিন কোটি গ্যালন পানি। ইজতেমায় দেশী- বিদেশী মুসুল্লিদের নিরাপত্তায় রয়েছে তাবলীগের নিজস্ব হাজার হাজার পাহাড়াদার। ওই এলাকায় যে কোন ধরণের নাশকতা মোকাবিলা আর নিরাপত্তা ব্যাবস্থা নির্বিঘœ করতে র‌্যাব-পুলিশের আধুনিক সব ব্যাবস্থাই রয়েছে। নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে । রোববার বেলা ১১টা পর অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত। তিনদিন ধরে দ্বীনের শিক্ষা নিয়ে আখেরী মোনাজাতের পর হাজার হাজার কর্মী ছড়িয়ে পড়বেন ইসলামের দাওয়াতের কাজে।