তোপের মুখে গুগল

0
80

গাড়ির জন্য গুগল আনছে অ্যান্ড্রয়েডেটেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন ওয়েবসাইটে অনুমোদন ছাড়াই নিজস্ব বিজ্ঞাপন প্রচারের অভিযোগ তুলেছে দেশটি।

সার্চ ইঞ্জিনের সুবিধাকে কাজে লাগিয়ে গুগল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ওয়েবসাইটে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছে বলেও জানিয়েছে ভারত। এসব বিজ্ঞাপনে গুগলের নিজস্ব প্রাতিষ্ঠানিক সেবা ও পণ্যের কথা তুলে ধরা হয়েছে।

তবে এমন অভিযোগের পর এসব বিজ্ঞাপন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে সানফ্রান্সিসকো ভিত্তিক এই টেক প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে।

যা প্রমাণিত হলে ইউরোপে কয়েকশ’ কোটি ডলারের জরিমানা গুণতে হতে পারে গুগলকে।