ত্রুটি সারিয়ে আইওএস ১৩.৩ আনলো অ্যাপল

0
109

কয়েক দিন আগেই আইওএসে লোকেশন শেয়ার সংক্রান্ত বড় একটি ত্রুটি ধরা পড়েছিল। প্রথমে অ্যাপল সেটিকে পাশ কাটিয়ে যেতে চাইলেও এক পর্যায়ে তা স্বীকার করে গ্রাহকদের জানায় ।

নিজেদের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে এবার সেসব ত্রুটি সারিয়ে নতুন আপডেট এনেছে মার্কিন জায়ান্ট অ্যাপল।

১৩.৩ আপডেটটি আইওএস এবং আইপ্যাড ওএসে উন্মুক্ত করা হয়েছে। এটির সাইজ বলা হয়েছে ৬৯৫ মেগাবাইট। তবে প্রতিষ্ঠানটি বলছে, ডিভাইস অনুযায়ী এর সাইজ কম বেশি হতে পারে।

মাত্র দুই মাস আগেই আইওএস ১৩ সংস্করণ উন্মোচন করা হয়েছে। এরপর আইওএসের সংস্করণটিতে কিছু ত্রুটি থাকার কারণে তা নিয়ে সমালোচনায় পড়ে অ্যাপল।

আপডেটটিতে নতুন একটি সুবিধা এনেছে অ্যাপল। আপডেটটিতে প্যারেন্টাল কন্ট্রোল হিসেবে স্ক্রিন টাইম যুক্ত করেছে জায়ান্টটি। এর ফলে বাবা-মা তার সন্তানদের খেয়াল রাখতে পারবেন। এমনকি বাবা-মা চাইলে কার সঙ্গে তার সন্তান যোগাযোগ করছে সেটিও দেখতে পাবেন।

আইওএস ১৩ এর নতুন সংস্করণ ঘোষণার পাশাপাশি অ্যাপল তাদের স্মার্ট ঘড়ির জন্য ওয়াচ ওএস ৬.১.১, টিভিওএস ১৩.৩, হোমপড ওএস ১৩.৩ এবং ম্যাকওএস ১০.১৫.২ উন্মোচন করেছে।

সবগুলো আপডেটই এখন ডাউনলোডের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল।