দাওয়াতি প্রক্রিয়া -ইসলামকে সুন্দর ও মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব

0
81

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বাকলিয়া থানা শাখার উদ্যোগে দাওরায়ে দাওয়াতে খাইর ও গাউসিয়া তারবিয়াতি নেসাব প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে থানা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ছাদেক হোসেন পাপ্পু। প্রশিক্ষণ সভায় বক্তারা বলেন, বিকৃত মনোভাব ও মনগড়া মতবাদ সৃষ্টি করে ইসলামের নামে সাধারণ সরলমনা মুসলমানদের ইমান আকিদা নিয়ে ছিনিমিনি খেলছে এক শ্রেণির চক্র। ইসলামের নামে বেনামে ব্যাঙের ছাতার মত দাওয়াতি উসুল নাম দিয়ে দেশে বিদেশে ইসলামকে বৈরাগী ইসলাম বানানোর অপচেষ্টা চলছে। এ নাজুক পরিস্থিতিতে ইসলামের সঠিক ব্যাখ্যা তথা দাওয়াতি প্রক্রিয়া ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে দিশাহারা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন। প্রধান প্রশিক্ষক ছিলেন দক্ষিণ বাকলিয়া খান বাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক হাশেমী। বিশেষ প্রশিক্ষক ছিলেন গাউসিয়া কমিটি মহানগর শাখার সহ-দাওয়াতে খাইর সম্পাদক প্রফেসর জুনাইদ ফারুক। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব খায়ের মোহাম্মদ, বাকলিয়া গাউসিয়া কমিটির উপদেষ্টা সমাজসেবী আলহাজ্ব আবদুল মান্নান। আলহাজ্ব জয়নুল আবেদীনের সঞ্চালনায় থানা গাউসিয়া কমিটির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, জামাল আহমদ খান, আলহাজ্ব শামসুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ হোসেন, এ. এম. তাহের চৌধুরী, আলহাজ্ব আবদুন নুর, আলহাজ্ব জানে আলম, জানে আলম জানু, আবদুল করিম সেলিম, আলহাজ্ব আবুল কালাম আবু, রোমে আলম, আলহাজ্ব হারুনুর রশীদ, আমিনুল হক চৌধুরী, আরিফ মহিউদ্দিন, আলহাজ্ব নুরুল আকতার, হাজী সাব্বির, আইয়ুব আলী, মুহাম্মদ হারুন, নুর হোসেন, হাজী হেলাল প্রমুখ। শেষে সভায় আগত প্রমিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট ও বিশেষ পুরষ্কার দেয়া হয়।