দিনে-দুপুরে বসতবাড়ীতে ভাংচুর লুটপাঠ: মহিলাসহ আহত ৪

0
67

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় দিনে-দুপুরে বসতবাড়িতে লুটপাট ও ভাংচুর চালিয়েছে অস্ত্রধারী দূর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তদের হামলায় বাড়ীর গৃহকর্তা, মহিলা ও শিশুসহ ৪জন আহত হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকা ও মোবাইল সেটসহ বাড়ীর প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ের পালাকাটা গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলহাজ্ব আবদুল মতলবের পুত্র মৌলভী আবদু ছাত্তারের বসতবাড়িতে পূর্ব শত্র“তার জের ধরে ঘটনার দিন কয়েকটি ডাকাতি মামলার আসামী ও পালাকাট গ্রামের ফজল করিমের পুত্র ওয়াদু ও বাঁশখালী পুইছড়ি এলাকার সেলিম উদ্দিনের নেতৃত্বে আরো ৫/৬ জন অস্ত্রধারী দূর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় বাড়ীর গৃহকর্তা আবদু ছাত্তার দূর্বৃত্তদের তাদের বাধা দিতে চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে অস্ত্রধারী দূর্বৃত্তরা। পরে তারা বসতবাড়ীতে এলোতাপাড়ি ভাংচুর চালিয়ে ওই পরিবারের সদস্যদের উপর হামলা করে। হামলায় আহতরা হলেন, বাড়ীর গৃহকর্তা মৌলভী আবদু ছাত্তার, তার স্ত্রী ফৈজুন্নেছা, তার দুই শিশুডুত্র মিশকাত (৮) ও মিজবাহ (৬)। বাড়ীর গৃহকর্তা মৌলভী আবদু ছাত্তার অভিযোগ করেছেন, দূর্বৃত্ত ওয়াদু সেলিম উদ্দিনের নেতৃত্বে তার বসতঘরে অতর্কিতভাবে করে দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এখন উল্টো আমার বিরুদ্ধে কথিত ঘটনার রং সাজিয়ে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে ওই দূর্বৃত্তরা। তিনি এ ঘটনায় দূর্বৃত্তদের গ্রেফতার দাবী করেছেন।