দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত

0
97

খাগড়াছড়ির দীঘিনালায় দূর্বৃত্তের গুলিতে মঞ্জু চাকমা (৪৭) নামে এক জেএসএস(এমএন) কর্মী নিহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের শিমুলতলী এলাকায় দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

নিহত মঞ্জু চাকমা জেএসএস-এমএন লারমা সমর্থিত যুব সমিতির সক্রিয় কর্মী। সে দীঘিনালার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব জানান, দুর্বৃত্তের গুলিতে এক জেএসএস এক কর্মী নিহত হয়েছেন। রাতে শিমুলতলী এলাকার একটি চায়ের দোকানের সামনে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। জেএসএস এমএন লারমা গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধাকর ত্রিপুরা নিহত মঞ্জু চাকমাকে নিজেদের কর্মী দাবি করে এঘটনার জন্য ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) কে দায়ী করেছে। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছে ইউপিডিএফ(প্রসিত) মুখপাত্র নিরন চাকমা।