দুইটি বুলেটসহ সন্ত্রাসী গ্রেফতার

0
95

চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে দুইটি বুলেটসহ এক উপজাতি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম শৈলেন চাকমার (২৫), বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়।

শৈলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) অঙ্গসংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) নেতা বলে জানাগেছে।

নগরীর সদর ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, সন্ধ্যায় নগরীর পশ্চিম মাদারবাড়ি টং ফকিরের মাজার এলাকা দিয়ে যাওয়ার সময় সুলের চাকমার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী চালায়। এসময় তার কাছে দুটি বুলেট পাওয়া যায়।

আটকের পর সে আমাদের জানিয়েছে বুলেট দুটি তাকে দিয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার বটতলী পশ্চিম লাইল্যাঘোনা এলাকার মৃত প্রতুল্য চাকমার ছেলে প্রকাশ চাকমার।

খবর নিয়ে জানাগেছে, প্রকাশ চাকমা রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনিও এক সময় জেএসএস’র সাথে যুক্ত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রকাশ চাকমা বলেন, শৈলেন চাকমার তার পূর্ব পরিচিত। তবে বুলেট গুলো তার নয় বলে জানান। তিনি বলেন, আমি কেন তাকে বুলেট দেবো। সে আমার স্কুল জীবনের ফ্রেন্ড। সে করে জেএসএস রাজনীতি। আর আমি ছাত্রলীগ। পাহাড়ে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা সবাই জানে।