দুর্গোৎসব উপলক্ষ্যে নগরীর পূজা মণ্ডপের জন্য চসিকের অনুদান

0
109

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নগরীর পূজাম-পগুলোকে আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ বুধবার দুপুরে চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের টাকা তুলে দেন। চট্টগ্রাম মহানগর পূজাম-পসহ নগরীর ২৫৫ টি ম-পকে মোট ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে মহানগর পূজা উদযাপন পরিষদকে ৪ লাখ, নগরীর ২৫৫টি পূজা ম-পকে ৫ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়াও নগরীর ৪টি সেবক কলোনীর ৪টি পূজা ম-পের জন্য ৩০ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার ও অভয়মিত্র মন্দির এর জন্য ১ লক্ষ, প্রতীমা নিরঞ্জনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতের জন্য ৩ লক্ষ ৫০ হাজার ও মোহরা কালুরঘাটের জন্য ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মুহম্মদ মুস্তাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি এড.চন্দন তালুকদার, সাধারন সম্পাদক প্রকাশ দাশ অসিত। এসময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক উপসচিব আশেক রসুল টিপু, নির্বাহী প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, পূজা পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সুমন দেবনাথ, অধ্যাপক অর্পণ ব্যানার্জী, সুজিত দাশ সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুদানের টাকা প্রদান কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সকল সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠানাদিতে কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসন্ন শারদীয় দুর্গাপূজায় আর্থিক অনুদান প্রদান করেছে। কর্পোরেশনের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে মেয়র উল্লেখ করেন। তিনি বলেন বাংলাদেশ সাú্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল সম্প্রদায়ের মানুষ সৌভাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করে। মেয়র এ সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।