দুর্ধর্ষ চাঁদাবাজ পুতুল সিকদার কারাগারে

0
67
ফাইল ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আল হেলাল পুতুল সিকদার নামে দুর্ধর্ষ এক চাঁদাবাজকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুতুল সিকদার (৩৮) রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ–সভাপতি এবং পৌরসভার সৈয়দবাড়ি এলাকার মৃত এনাম সিকদারের ছেলে।

সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

রোববার সকালে বাঙ্গালহালিয়া বাজারের চার ব্যবসায়ীকে জিম্মি করে তাদের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে পুতুল সিকদারের বিরুদ্ধে। এরপর নিজের অফিসে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে আরও টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এ সময় এক ব্যবসায়ীর হাত ও পায়ের নখ তুলে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে।

এরপর রাঙ্গুনিয়া পৌরসভা এলাকার নিজের অফিস থেকে রোববার সন্ধ্যায় পুতুলকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূইয়া বলেন, অভিযোগ পেয়ে জিম্মি ব্যবসায়ীদের উদ্ধারের পাশাপাশি পুতুল সিকদার ও আবু জাহেদ নামের তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। পুতুলের বিরুদ্ধে আগে থেকে দুইটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে মোট তিনটি মামলা আছে। চাঁদাবাজি ও মারামারির অভিযোগে মামলাগুলো দায়ের হয়েছে।