দেবদাস পার্বতী আখ্যান

0
121

dabdushশরত্চন্দ্র চট্টোপা-ধ্যায়ের ‘দেবদাস’ নিয়ে অনেকবার চলচ্চিত্র নির্মিত হয়েছে। নতুন করে আবারও নির্মিত হচ্ছে অমর এই প্রেমকাহিনী। তবে একটু ভিন্নভাবে। গল্পটুকুর সারমর্ম নিয়ে বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে দেবদাস-পার্বতী আখ্যান। আর এ যুগের দেবদাস-পার্বতী হয়েছেন নিশো-তিশা। এরই মাঝে তারা শুটিংয়ে অংশ নিয়েছেন। তিনটি অমর প্রেমকাহিনীর কেন্দ্রীয় চরিত্র নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ রোমান্টিক ধারাবাহিক ‘নীল রঙের গল্প’। চরিত্রগুলো হচ্ছে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস-পার্বতী’, পারস্য কবি নিজামি গানজাভির ‘লাইলি-মজনু’ এবং উইলিয়াম শেক্সপিয়রের ‘রোমিও-জুলিয়েট’। চরিত্রগুলো বর্তমান প্রেক্ষাপটে আধুনিক ঢঙে একটি গল্পে এসে একত্রিত হয়েছে। দেবদাস-পার্বতী চরিত্রে অভিনয় করেছেন নিশো-তিশা। ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। ধারাবাহিকটি প্রচার হবে এনটিভিতে।