‘‘দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা সফল হবে না’’

0
53

জঙ্গিবাদী-সফল হবে নাবাংলাদেশকে জঙ্গিবাদী ব্যর্থ রাষ্ট্র বানানোর চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ডা. সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট পারভেজ আহাম্মদ খান চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহামদ, মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস।

সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। এছাড়া সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএমএ এর প্রচার সম্পাদক ডা. নুরুদ্দীন জাহেদ, সহকারী সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি, দক্ষিণ জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক খালেদা আকতার চৌধুরী ও অ্যাডভোকেট আবু হানিফ।

সভায় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, আহসান উল্লাহ, অ্যাডভোকেট মাজেদা বেগম লুনা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার আজম, ফাতেমা ইদ্রিস, মহিউল ইসলাম সোহেল, ফাতেমা আকতার, মুক্তিযোদ্ধা এম এ সালাম, অ্যাডভোকেট শফিউল আজম বাবর, অ্যাডভোকেট কামরুল আজম টিপু, আইন কলেজের সাবেক ভিপি আরিফ মঈনুদ্দিন, এপিপি অ্যাডভোকেট দাউদুল ইসলাম ডেনি বক্তব্য দেন।