দেশের সবচেয়ে বড় ডেগে ৭০ মণ রান্না করা যাবে

0
120
যে দেখে সেই বলে জীবনে প্রথম দেখলাম এতো বড় ডেগ। রান্না করার পাত্র বা ডেগ যে এতো বিশাল আকৃতির হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের সব চেয়ে বড় ডেগ তৈরি হয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। যাতে রান্না করা যাবে ৭০ মণ খাবার।
উপজেলার জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা আবুল কালাম আজাদ চিশতী আধ্যাত্মিক ধ্যান করার সময় এ রকম একটি ডেগ তৈরির নির্দেশনা পান। পরে ভারতের খাজা মাজার শরীফের খাদেমের নিদের্শ ক্রমে এই ডেগ তৈরি করা হয়।
জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের ওরশ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, এটি বর্তমানে বাংলাদেশের সব চেয়ে বড় ডেগ। ডেগটির উচ্চতা সাড়ে ৬ ফুট । এর মুখের চারপাশের আয়তন ৬ ফিট ২ ইঞ্চি। আর মাঝামাঝি চারপাশের আয়তন ৭ ফিট।
ওরশ কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান ছিদ্দিক জানান, ডেগটা তৈরি করা হয়েছে শুধু মাত্র ওরশের সময় তবারক রান্না করতে।
জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা আবুল কালাম আজাদ চিশতী জানান, আধ্যাত্মিক ধ্যান করার সময় তিনি এ রকম একটি বড় ডেগ তৈরির নির্দেশনা পান।