‘দেশে গণতন্ত্র নেই, তাই উন্নয়নের বুলি অর্থহীন’

0
108

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আজ বাংলাদেশে কোন গণতন্ত্র নেই, তাই উন্নয়নের বুলি অর্থহীন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ জিয়ার রাজনীতি এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে দূরে সরিয়ে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, সরকার বলছে উন্নয়ন করবে, গণতন্ত্র থাকবে বকেয়া। এটা হয় না, এটা হতে পারে না। এটা আদর্শিক কোন কথা নয়। বিএনপি এ নেতা আরও বলেন, দেশের ১৬ কোটি মানুষ এক মুঠো খাবার নয়, কথা বলার স্বাধীনতা চায়। সাবেক রাষ্ট্রপতি জিয়ার কর্মকাণ্ড তুলে ধরে মঈন খান বলেন, বিশেষ সম্প্রদায় মনে করেছিল ৩০ বছর পরে জিয়াউর রহমানকে কেউ মনে রাখবে না। কিন্তু বাংলাদেশের ৭০-৮০ শতাংশ মানুষ তাকে মনে রেখেছেন, শ্রদ্ধা করছেন। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য আ ফ ম ইউসুফ হয়দারও বক্তব্য দেন।