দেশে সরকারি দল অরাজকতা সৃষ্টি করছে-বাবলু

0
144

দেশে সরকারি দল অরাজকতা সৃষ্টি করছে-বাবলুজাতীয় পার্টির মহাসচিব ও চট্টগ্রাম ৯ আসনের (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য জননেতা জিয়া উদ্দীন আহম্মেদ বাবলু বলেছেন জাতীয় পার্টির রাজনীতি উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, টেন্ডারবাজী, জবর দখলের রাজনীতি পছন্দ করে না জাতীয় পার্টি। জনকল্যাণে অতীতের মত কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। তিনি বলেন একদল জনবিচ্ছিন্ন হয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে, সরকারি দল চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। দেশের মানুষের নিরাপত্তা চরমভাবে লঙ্গিত হচ্ছে পদে পদে। এই অবস্থায় দেশ চলতে পারে না। জনতার অধিকার রক্ষায় জাতীয় পার্টি সংসদে স্বোচ্চার ভূমিকা পালন করবে। প্রয়োজনে জনগণের স্বার্থে রাজপথে নামতে বাধ্য হবে। তিনি দলকে প্রত্যেক পাড়া মহল্লা ওয়ার্ডে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ৪ আগষ্ট সকাল ১১ টায় বাকলিয়া থানা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে বাকলিয়া থানা জাপা সদস্য সচিব নুরুল আজিজ সওদাগরের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব এম. আজগর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জাপা সাবেক সদস্য সচিব হাজী এয়াকুব হোসেন, সাবেক সহ-সভাপতি ইরফানুল হক সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন জাতীয় ছাত্র সমাজ ফোরাম কেন্দ্রীয় যুগ্ম প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রেজা, নগর মহিলা পার্টি সাবেক সাধারণ সম্পাদিকা রাবেয়া বসরী বকুল, ছাত্র সমাজ কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাকলিয়া থানা ওলামা পার্টি সভাপতি হাজী মোঃ ইউসুফ, বাকলিয়া থানা জাপা নেতা সৈয়দ কমরুদ্দিন ফোরকান, আবেদ হোসেন, মাওলানা সাইফুল হক, আবু তাহের, জাবেদ হোসেন, বাহাদুর হক শাহ, ছাত্র নেতা মোঃ হাসান, লিটন মল্লিক রাজীব, কাজী নিজাম উদ্দিন বাটোয়ারী প্রমূখ।