দেশ ও জাতি গঠনে বুদ্ধিজীবী’র গুরুত্ব অপরিসীম -ব্যাারিষ্টার আনিসুল

0
96

প্রেস রিলিজ>>
প্রেস রিলিজ৩১ মে শনিবার বিকেলে সরকারের পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র সাথে মন্ত্রীর হাটহাজারীস্থ বাসভবনে চট্টগ্রাম বুদ্ধিজীবী কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুদ্ধিজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহ-সভাপতি নূর মোহাম্মদ পুতু, অধ্যাপক হুমায়ুন কবির, চিটাগাং কলেজ অব টেক্নোলজির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এম.এ. কাশেম, মাওলানা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইউনুছ প্রমুখ। সৌজন্য সাক্ষাতকালে পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘‘ লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা দেশমাতৃকার সন্তান। ৭১’ এর মহান স্বাধীনতা সংগ্রামে বুদ্ধিজীবীদের অবদান অপরিসীম। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন”।

সৌজন্য সাক্ষাতকালে ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বুদ্ধিজীবী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বুদ্ধিজীবী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।