দেশ রক্ষায় বড়, ছোট সব দল ঐক্যবদ্ধ হোন- খালেদা

0
69

দেশ রক্ষায় সব নেতার ঐক্য চান খালেদাদেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জাতীয় পার্টি (কাজী জাফর ) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

খালেদা জিয়া বলেন, ‘ বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। তারা শুধু লুটপাটে ব্যস্ত। দেশে বেড়ে চলেছে দুর্নীতি , গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, চাদাবাজি। বিদেশ থেকে পচা গম আমদানি করছে। সেনাবাহিনী, পুলিশ কেউ এই গম নিতে চায় না। এই গম কাদের খাওয়াবেন? আওয়ামী লীগের লোকদের খাওয়ান। তাদের স্বাস্থ্য এমনিতেই ভাল। আরও ভাল হবে।’

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, আসুন কে ছোট, কে বড় রাজনৈতিক দল এসব কথা না ভেবে দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করি। কারণ এই সরকারের আমলে একদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে অন্যদিকে বাংলাদেশে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে।

শনিবার রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনীবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনদের সম্মানে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি (কাজী জাফর) এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কাজী জাফর আহমদের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য টিআইএম ড. ফজলে রাব্বী চৌধুরী, প্রফেসর ড. শহিদুল ইসলাম, এস এম আলম, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূইয়া, সেলিম মাস্টার, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এছাড়া বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. একিউ এম বদরুদোজ্জা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য বোর্ডের চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহবুব উল্লাহ উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। তবে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির কোন সদস্যকে দেখা যায়নি।