দ্বিতীয় দিনের মত ভাসমান মানুষদের পাশে মানবিক সংগঠন ‘মুসাফির’

0
117

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত একটানা ১৭ দিন ছুটি চলছে।ছুটির কারনে উপার্জন না হওয়ায় খেটে খাওয়া, দিনমজুর ও ভাসমান মানুষদের দ্বিতীয় দিনের মত তৈরী করা খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

বৃহস্পতি বার (২ এপ্রিল) দুপুরে লাভ লেইন, বিমান অফিস, কাজির দেউরী এলাকায়
৫ শত জন ভাসমান মানুষের মাঝে দ্বিতীয় দিনের খাদ্য বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পোটল্যান্ড গ্রুপের পরিচালক হাদিদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মহসিন কাজী, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, সংগঠনের সদস্য মো. জনি, সাজ্জাদ হোসেন, সুজিত বিশ্বাস, মো ফরিদসহ মুসাফির’র সদস্যরা।

পোটল্যান্ড গ্রুপের পরিচালক হাদিদুর রহমান বলেন, করোনার এই দূর্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে ভাসমান মানুষদের জন্য মুসাফির যে কাজ করছে তা প্রসংসার দাবিদার।

বিএফইউজের যুগ্ম সম্পাদক মহসিন কাজী বলেন, এ দূযোগে অসহায়দের পাশে সবাইকে এগিয়ে আসা দরকার।