দ্রুত চার্জ দেয়ার নতুন প্রযুক্তি

0
86

ফোনের ব্যাটারি দ্রুত চার্জ দেয়ার নতুন প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ের গবেষণা বিভাগ ওয়াট ল্যাব এই ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করে। যা ব্যবহারে মাত্র ৫ মিনিট ৪৮ শতাংশ ব্যাটারি চার্জ হবে।

ফাস্ট চার্জিংয়ের এই প্রযুক্তি নিয়ে ইউটিউবে বুধবার একটি ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখানো হয়, জরুরি প্রয়োজনে অনেক সময় ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন ব্যবহারকারীদের বিপাকে পড়তে হয়। এই সমস্যা সমাধান করবে হুয়াওয়ের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

দাঁত মাজতে কিংবা এক কাপ কফি খেতে যতটুকু সময় লাগে ততোক্ষণে অর্থাৎ মাত্র ৫ মিনিটে অর্ধেক চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।

তবে প্রযুক্তিটির সবচেয়ে বড় অসুবিধা হলো, ব্যাটারি চার্জ দিতে ফোন থেকে তা খুলতে হবে। এরপর তা ফাস্ট চার্জিং ডিভাইসের সঙ্গে যুক্ত করে চার্জ দিতে হবে।

বর্তমানে বেশিরভাগ ফোনে ব্যবহার করা হয় নন-রিমুভেবল ব্যাটারি। ফলে দ্রুত ব্যাটারি ফোন থেকে খোলে চার্জ দেয়া সম্ভব হবে না। এছাড়া চলার পথে আলাদা একটি ডিভাইস বহন করতে হবে।

এদিকে জিএসএমএরিনায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি নতুন নয়, ২০১৫ সালে এমন একটি প্রযুক্তি এনেছিল হুয়াওয়ে। যা দিয়ে কম্পিউটারওয়ার্ল্ড-এ প্রতিবেদন প্রকাশ হয়েছে।