ধর্ম বিষয় মন্ত্রনালয় কর্তৃক সনদ পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

0
59

বোয়ালখালী পৌরসভাধীন ঐতিহ্যবাহী কধুরখীল মারজিন বিহার মিলনায়তনে কর্মবীর, মানবতাবাদী, সমাজ কর্মী দীপানন্দ স্থবির এর ৩৫ তম শুভ জন্মদিন উপলক্ষে সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর প্রাক- প্রাথমিক সনদ পত্র বিতরন অনুষ্ঠান বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান দীপানন্দ স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বুদ্ধিজীবি, আজীবন নোবেল প্রাইজ পদপ্রার্থী ড. খান মুহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি সার্ক কালচারাল ফোরাম চট্টগ্রাম এর সভাপতি লেখক সোহেল মো: ফখরুদ্দিন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা রিভিউ এর ভাইস চেয়ারম্যান এম, এ খালেক খান। পরিবেশ উন্নয়ন সংস্থা এর পরিচালক সাংবাদিক, মো: ইউসুফ, প্যাগোডা ভিত্তিক প্রাক- প্রাথমিক শিক্ষা প্রকল্প কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ মোঃ ইউনুচ কুতুবী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বাবু অঞ্জন বড়ুয়া ও টিয়া বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দেবপ্রিয় বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া, কমল বড়ুয়া, ডাক্তার প্রবীর বড়ুয়া।
বার্ষিক সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালভাবে লেখা পড়ায় মনযোগি হয়ে একজন সু-নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে আর্ত নিয়োগ করতে শিক্ষার্থীদের উদার্ত্ত আহবান জানান। তাছাড়া নৈতিক শিক্ষা গ্রহণ করে ধর্ম ও সমাজকে আলোকিত করার জন্য শিক্ষার্থীদের পরোমর্শ দেন এবং ২৫ জন ছাত্র/ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করে