ধর্ম যার যার, রাষ্ট্র সবার

0
181

কৈবল্যধাম আশ্রম জাগরণ সংঘ পূজা মন্ডপ পরিদর্শন কালে বক্তব্যে
===== ডা.শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা, রাখাইন, মারমা আমাদের সকলের একটাই পরিচয় আমরা সকলেই বাংলাদেশী। এই দেশ আমাদের জন্মভূমি, এইদেশ আমাদের শেষ ঠিকানা। ধর্ম যার যার রাষ্ট্র সবার।
ডা. শাহাদাত আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ত, গণতন্ত্র ও ভোটাধিকার আজ চরম হুমকির মূখে। যদি দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার থাকত তাহলে বার্মার মত দেশ একটি স্বাধীন দেশের আকাশ সীমানা অতিক্রম করার সাহস করত না। অতীতে কোন সরকারের আমলে এই ধরনের কোন পার্শ্ববর্তী সার্কভুক্ত দেশ এই ধরনের কাজ করতে সাহস পাইনি। তাই অনবিলম্বে রোহিংগা সংকট সমাধানে নতজানু পররাষ্ট্রনীতি আরো জোড়দার করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি অদ্য ২৯শে সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকার সময় কৈবল্যধাম আশ্রমে জাগরণ সংঘ পূজা মন্ডপের সভাপতি দিপু কুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ও পলাশ চৌধুরীর পরিচালনায় পরিদর্শনকালে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। এছাড়া তিনি ফিরিংগী বাজার শিব বাড়ী পূজা মন্ডপ, শাহাজী পাড়া পূজা মন্ডপ, হরিদাশ রোড পূজা মন্ডপ, টেক পাড়া পূজা মন্ডপ, আন্দরকিল্লাস্থ বান্ডিল সেবক কলোনী পূজা মন্ডপ, হাজারী লাইন পূজা মন্ডপ, টেরিবাজারস্থ লোকনাথ বাড়ী পূজা মন্ডপ, পাথরঘাটা লোকনাথবাড়ী সার্বজনীন পূজা মন্ডপ, জামাল খান শরিফ কলোনী পূজা মন্ডপ, বিজলী বয়েজ পূজা মন্ডপ এবং গোয়াছি বাগান মেডিকেল স্টাপ কোয়ার্টার পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ন সম্পাদক বাবু টিংকু দাশ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, খুলশী থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, ৩৩নং ফিরিংগী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খাঁন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, ৩২নং অন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, ১৬নং চকাবাজর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হালিম বাবলু, ৩৩নং ফিরিংগী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন।
পূজা মন্ডপ পরিষদের নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট প্রদীপ দাশ, প্রশান্ত কুমার পান্ডে, রবি দাশ, রুবেল দাশ, সুজন দে, বাদশা, জাতীয়তাবাদী হিন্দু ফোরম নেতা রাজীব ধর তামল, সৌরব প্রিয় পাল, বিপ্লব চৌধুরী, সঞ্জয় ধর, স্বপন সেন, রনী দাশ গুপ্ত প্রমুখ।