ধসে বাবা-মেয়েসহ চারজন নিহত

0
77

%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6-%e0%a6%98%e0%a7%87%e0%a6%81%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87
রাঙামাটির কাপ্তাই হ্রদ ঘেঁষে গড়ে তোলা দোতলা একটি ভবন পানির মধ্যে ধসে পড়ে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ সময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার জাহিদ (৪০), তার মেয়ে পিংকী (১১), গৃহ শিক্ষিক উম্মে হাবিবা রুনা (২২) ও সাজিদ হাসান (০৭)।

এলাকাবাসীর দাবি, ধসে পড়া ভবনে আরও কয়েকজন আটকে রয়েছে। ওই ভবনে চারটি পরিবার বাস করতো।

মঙ্গলবার (০৪ অক্টোম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাঙামাটি ফায়ার সার্ভিস’র উপ-পরিচালক গোলাম মোস্তফাজানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি টিম কাজ করছে। এ ধরনের ভবন ধসে উদ্ধার তৎপরতা চালানোর জন্য তাদের অভিজ্ঞ ডুবুরি নেই। যেকারণে উদ্ধার অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম থেকে ২৫ সদস্যের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছে।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো পুলিশ, সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।