ধারাবাহিকের সূচনা সংগীতে একসঙ্গে কণ্ঠ দিলেন সাবিনা ও রুনা

0
148

সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাএই প্রথম একই ধারাবাহিকের সূচনা সংগীতে একসঙ্গে কণ্ঠ দিলেন দেশের দুই জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা। ফারিয়া হোসেন রচিত ও আরিফ খান পরিচালিত ধারাবাহিক এ নাটকটির নাম ‘দলছুট প্রজাপতি’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। গানের কথা হচ্ছে, ‘দলছুট প্রজাপতি উড়ে যায় কোন আকাশে, জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে, ছাড়িয়ে অচেনা শহর মাড়িয়ে জোছনা প্রহর, আবার সে নীড়ে ফিরে আসে’। গত মে মাসে সাবিনা ইয়াসমিন এই গানে কণ্ঠ দিলেও রুনা লায়লা দেশের বাইরে থাকার কারণে গত ২০শে জুলাই বিকালে গানটিতে কণ্ঠ দেন। সাবিনা ইয়াসমনি বলেন, ধারাবাহিক নাটকের সূচনা সংগীতের কথা নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই লিখেছেন জীবন। সুরটাও অসাধারণ হয়েছে। সত্যি বলতে ফরিদ আহমেদের সুরে কাজ করার তৃপ্তি অন্যরকম। রুনা লায়লা বলেন, ফরিদ আহমেদের সুর সবসময়ই সুন্দর হয়। গানের কথাও আমার খুব ভাল লেগেছে। আশা করি আরিফ খানের নির্দেশনায় নির্মিত এ ধারাবাহিকটি দর্শকদের ভাল লাগবে। নির্মাতা আরিফ খান জানান, খুব শিগগিরই তার নির্মিত পঞ্চম ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা ১৯৭৬ সালে সত্য সাহার সুরে ‘প্রতিনিধি’ ছবিতে প্রথম একসঙ্গে প্লেব্যাক করেন। এর বহু বছর পর ২০০৬ সালে আরিফ খানের পরিকল্পনা ও পরিচালনায় এনটিভির ‘অন্তর তার আজ গানের ভুবন’ অনুষ্ঠানে একসঙ্গে গান করেন। তারপর আরও বেশকিছু অনুষ্ঠানে তারা একসঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করেন। এদিকে আসছে ঈদ উপলক্ষে রুনা লায়লাকে কোন টিভি অনুষ্ঠানে না দেখা গেলেও সাবিনা ইয়াসমিনকে হানিফ সংকেতের ইত্যাদি’সহ আরও দু’তিনটি চ্যানেলে ভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা যাবে। ‘দলছুট প্রজাপতি’ নাটকটি প্রযোজনা করেছেন ফারিয়া হোসেন ও আরিফ খান।