‘‘ধুমপানে অর্থের অপচয়, এটি সমাজ ও পরিবেশকে কলুষিত করে’’

0
58

ইপসামঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে সমাজ উন্নয়ন সংস্থা ইপসা সিটিএফসি এর উদ্যোগে তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টুন বা কৌটায় স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রন বাধ্যতামূলক শীর্ষক রোড শো প্রচারাভিযান বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বাস্থ্য সুরক্ষা, ধুমপানমুক্ত পরিবেশ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ধুমপান অর্থের অপচয়, সমাজ ও পরিবেশকে কলুষিত করে। মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশন কর্র্তৃক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম ও ধুমপানমুক্ত গাইডলাইন বাস্তবায়নে আন্তরিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, মো. শফিউল আলম, শাহেদ ইকবাল বাবু, শৈবাল দাশ সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলম সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ধুমপানমুক্ত কোয়ালিশন, ধুমপানমুক্ত প্রজন্মের সদস্য ও ইপসার ধুমপানমুক্ত প্রকল্পের টিম লিডার নাছিম বানু, প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী শাহীন, মো. দিদারুল আলম, উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসা’র ধুমপানমুক্ত প্রকল্প কর্মকর্তা মো. ওমর শাহেদ হিরু।