ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

0
85

ধোনিভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অন্ধ্রপ্রদেশের একটি আদালত।

হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এর আগে তিন তিন বার অনন্তপুরের ওই আদালত ধোনিকে হাজিরা দেওয়ার জন্য সমন দিয়েছিল। কিন্তু ধোনি আদালতে হাজিরা দেননি। এর পরই বিচারক ধোনিকে আগামী ১৬ জুলাই আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।

২০১৩ সালের এপ্রিল মাসে বিজনেস টুডে ম্যাগাজিনের কভারে তার একটি ছবি ব্যবহার করা হয়। সেখানে ধোনিকে হিন্দুদের দেবতা বিষ্ণুর আদলে দেখা যায় এবং তার বিভিন্ন হাতে জুতোসহ বিভিন্ন কোম্পানির পণ্য শোভা পায়।

ম্যাগাজিনের কভার ছবিটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। যেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন স্থানে মামলা হয়। কিন্তু তার একটি মামলায়ও হাজির হননি ধোনি। ধোনির বিরুদ্ধে অনন্তপুর আদালত ছাড়াও দিল্লি, পুণে এবং ভারতের অন্যান্য শহরের আদালতেও এ বিষয়ে পিটিশন দাখিল হয়েছে।