নগরীকে শতভাগ আলোকিত করার পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে

0
48

চসিক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোন অজুহাতে আলোবাতি থেকে নগরবাসীকে বঞ্চিত করা যাবে না। চসিকের দায়িত্বশীল কোন কর্মকর্তা বা বাতি পরিদর্শকের এলাকা অন্ধকার পরিলক্ষিত হলে তাকে তাৎক্ষনিকভাবে শাস্তির আওতায় আসতে হবে। মেয়র বলেন, নগরবাসীর ট্যাক্সের টাকায় বেতন ভোগী কোন কর্মচারী-কর্মকর্তার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে তার কোন ক্ষমা নেই। সড়ক বাতি সচল রাখার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রাখা হয়েছে। কোন ধরনের ইকুইফমেন্টের সমস্যা নেই। সততা, নিষ্ঠা ও কর্তব্যের প্রতি অবিচল আস্থা থাকলে নগরবাসী অন্ধকারে থাকতে পারে না। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে শতভাগ আলোকিত করার লক্ষ্যে ৪৫৮ কোটি ৯৪ লক্ষ টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে। তার মেয়াদের মধ্যে ৪১টি ওয়ার্ডের অলি-গলি রাজপথ শতভাগ আলোকিত করা হবে। তিনি চট্টগ্রাম সিটি কর্র্পোরেশনের হান্টিং নাম্বার ১৬১০৪ এ আলোবাতি সংক্রান্ত যেকোন তথ্য দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। ১৯ আগস্ট ২০১৭ খ্রি. শনিবার, সকালে নগরভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় সভায় মেয়র এ আহবান জানান। সভায় প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক, নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, সহকারী প্রকৌশলী ও জোন প্রধান বিবেক কান্তি দাশ, রেজাউল বারী ভূইয়া, এম এ হাসেমসহ বাতি পরিদর্শক উপস্থিত ছিলেন।