নতুন প্রজাতির প্রজাপতি আবিষ্কার

0
125

প্রজাপতিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন ‘হোয়াইট ইয়েলো-ব্রেসটেড ফ্লাট’ (White Yellow-breasted Flat) নামক নতুন এক প্রজাতির প্রজাপতি আবিষ্কার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ প্রজাপতি আবিষ্কারের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রজাপতি গবেষক অধ্যাপক মনোয়ার এ বিষয়ে জানান, ২৬ অক্টোবর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রজেক্টের (IUCN updating species redlist of Bangladesh) অংশ হিসেবে প্রজাপতি বিষয়ক গবেষক দল সুন্দরবন ভ্রমণ করেন। সুপতি থেকে প্রজাপতিটি শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, প্রজাপতিটির ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার এবং ডানা দেখতে গাঢ় বাদামী ও সাদা রঙের। প্রজাপতিটি ঘন জঙ্গলের পাতার নিচে বাস করে।

বাংলাদেশে এর জীবনচক্র ও অন্যান্য জৈবিক কার্যক্রম এখনো অজানা। বাংলাদেশ ছাড়াও এ প্রজাপতি থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে পাওয়া যায়।

উল্লেখ্য, সুন্দরবন থেকে ৩৭ প্রজাতির প্রজাপতি আবিষ্কার করা হয়। নতুন এ আবিষ্কারের মাধ্যমে এ সংখ্যা ৩৮-এ দাঁড়াল।