নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

0
102

নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। তিনি ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট এই পাঁচজনকে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করলেন। রাত সাড়ে নয়টায় মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয় গণমাধ্যমকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকেই পাঁচজনকে নেয়া হয়েছে। দলগুলো নাম দিলেও তারা প্রত্যেকে নিরপেক্ষ হওয়ায় সার্চ কমিটি নাম প্রস্তাব করেছে।
এর আগে বিকালে বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। সন্ধ্যায় নামের তালিকা প্রেসিডেন্টের কাছে জমা দেন তারা। এরপরই দ্রুততার সঙ্গে প্রেসিডেন্ট ইসি গঠনের সিদ্ধান্ত নেন।