নবনির্বাচিত ডিআরইউ’র নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম নেতৃবৃন্দের মতবিনিময়

0
64

ঢাকা রিপোর্টস
সদ্য নির্বাচিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ৩০ ডিসেম্বর বিকেলে ঢাকাস্থ ডিআরইউ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশ গঠনে ভূমিকা রাখার নিমিত্তে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোন বিকল্প নেই। আর সেজন্য সারাদেশে পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধতাই পারে জাতির বিবেবকে ত্বরান্বিত করতে। নেতৃবৃন্দরা বলেন, উভয় সংগঠনের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার ব্যাপারে স্ব-স্ব স্থানে আন্তরিক হওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় ডিআরইউ’র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, নির্বাহী সদস্য ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ এ-রিয়াদ, সাবেক সহ-সভাপতি জিয়াউল কবির। সিআরইউ’র প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি কিরন শর্মা, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর, প্রকাশনা সম্পাদক মোঃ নরুল কবির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মোঃ আরিফ প্রমুখ।
মতবিনিময় শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটিকে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।