বাড়ি আরও প্রেস রিলিজ নবী পরিবারে আত্নত্যাগের দৃষ্টান্তের তুলনা হয়না

নবী পরিবারে আত্নত্যাগের দৃষ্টান্তের তুলনা হয়না

0
69
কারবালার ময়দানে হযরত ইমাম হোসাইন (রা) নেতৃত্বে নবী পরিবারে আত্নত্যাগের দৃষ্টান্তের তুলনা হয়না। আজ মানুষ ত্যাগের পথ ছেড়ে ভোগমুখী জীবনে নিজেদের সঁপে দিয়েছে। আহলে বাইতে রাসুল (দ.) ত্যাগের দর্শন ছেড়ে ভোগমুখী জীবন বেচে নেওয়ায় সারাবিশ্বে মুসলমানদের উপর ভয়াবহ দুর্ভোগ-দুর্যোগ নেমে এসেছে। রাউজান হলদিয়া আমিরহাট বাজার বোর্ড মার্কেটে ৮ম মহান শোহাদায়ে কারবালা স্মরনে যিকিরে মোস্তাফা (দ.) মাহফিলের ৪র্থ দিবসে রাউজান গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী মোদার্রীছ মাওলানা সৈয়্যদ লুৎফর রহমান রেজভী সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ত্যাগ ও কোরবানী ছাড়া আল্লাহর মকবুল বান্দা হওয়া যায় না।
বুধবার বাদে মাগরিব থেকে অনুষ্টিত মাহফিলে সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সার্বিক ব্যাবস্থাপনায় ও আহব্বায়ক কমিটির সদস্য তাজ মুহাম্মদ রেজভী ও নিয়মিত পরিচালক মুহাম্মদ সাজ্জাদের সঞ্চালনায় নাত পরিবেশন করেন গাউছিয়া জিলানী ইসলামী সাংস্কৃতিক ফোরামের যুগ্ন সম্পাদক শায়ের মুহাম্মদ এহসান কাদের, নানুপুর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক শায়ের মাওলানা মুহাম্মদ আব্দুল মাবুদ।
উপস্থিত ছিলেন গর্জনীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর আলম নুরী, বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ সওদাগর,আ.লীগ নেতা জালাল আহমেদ, এস এম কামাল উদ্দিন, হাফেজ ওমর ফারুক, হাফেজ মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ ফরিদুল আলম, সংগঠক মুহাম্মদ মামুন মিয়া, পাঠান পাড়ার কামাল উদ্দিন, প্রবাসী শফিউল আজম রুবেল, শওকত হোসেন, এমদাদ হোসেন বাবর, সাবেক সচিব মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা কুতুব উদ্দিন, সচীব মুহাম্মদ জাবেদ, মেম্বার শফি সওদাগর, মুহাম্মদ হাছান, মুহাম্মদ বোরহান উদ্দিন, এস এম কপিল উদ্দিন, হাফেজ মুহাম্মদ তারেক, মুহাম্মদ আলী, মো. মোজাফ্ফর, মুজিবুল বশর সাজ্জাদ, মাওলানা নঈমুল হক প্রমুখ। এতে মিলাদ পরিবেশন করেন মাওলানা আব্দুল মাবুদ। আখেরী মোনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি মাওলানা সৈয়্যদ লুৎফর রহমান।