নভেরা আহমেদ

0
277

বাংলাদেশের কিংবদন্তী ভাস্কর নভেরা আহমেদের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ডুডল করেছে গুগল।

বিশেষ ওই ডুডল দেখা যাচ্ছে গুগলর ডটকমে (google.com) এবং গুগল ডটকম ডটবিডিতে (google.com.bd)। এই ঠিকানায় গেলেই বা সার্চ করতে গেলে সেখানে কয়েকটি ভাস্কর্যের সঙ্গে নভেরা আহমেদের ছবিও দেখা যাচ্ছে। সেখানে শেয়ার অপশন এবং ক্লিক করলে নভেরা আহমেদ সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।

বিংশ শতাব্দির এই আধুনিক ভাস্কর নভেরা আহমেদ ১৯৩৯ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন সুন্দরবনে।

সাধারণত বিশেষ ব্যক্তি, দিবস, প্রতিষ্ঠানসহ নানা কারণেই ডুডল প্রকাশ করে গুগল। যা গুগলের বিশেষ লোগো। দিন, ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুযায়ী সেসব নকশা করে জায়ান্টটি।

নভেরা আহমেদ ১৯৯৭ সালে একুশে পদক পান। ২০১৫ সালের ৬ মে এই কিংবদন্তী প্যারিসে মারা যান।