নাইক্ষ্যংছড়িতে ৯ মিয়ানমার নাগরিক পুশব্যাক

0
86

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আটককৃত মিয়ানমার নাগরিকদের জিজ্ঞাসাবাদ শেষে জেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ৪৪ নাম্বার সীমানা পিলার দিয়ে পুনরায় নিজদেশ মিয়ানমার ফেরত (পুশব্যাক) পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ খালিদ হাসান জানান, শুক্রবার সকালে অবৈধ অনুপ্রবেশের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-বাইশফাঁড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন মিয়ানমারের নারী-পুরুষ নাগরিককে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনী খাবার সামগ্রি দিয়ে তাদের পুনরায় মিয়ানমারে নিজদেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা চৌকিগুলোর পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত: চলতি মাসে এ পর্যন্ত ৫৭ জন মিয়ানমার নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।