নাটোর রণক্ষেত্র, পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

0
77

নাটোর রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতা নিহতদেশব্যাপী অবরোধের সঙ্গে সাবেক উপমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবীতে দুলু মুক্তি পরিষদের ডাকা হরতাল চলছে নাটোরে। সকাল-সন্ধ্যার এ হরতালে দফায় দফায় সংঘর্ষ ও মুহুর্মূহ গুলি বর্ষণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে শহর। সাইফুজ্জামান সুজন নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছে। এ ঘটনায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিমসহ ১০জন গুলিবিদ্ধ ও ১৫জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর, মিড মিশনস হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে হরতালে রিক্সা অটোরিক্সাসহ সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এমনকি মোটর সাইকেলও চলতে দেয়া হচ্ছে না।
সোমবার সকাল থেকেই হরতালের সমর্থনে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনেসহ মোড়ে মোড়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে হরতাল প্রতিরোধে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা। বেলা ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সুজন নামের এক কর্মীকে মিড মিশনস হাসাপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এর আগে রাতে থেমে থেমে শহরের বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণ করে ভীতি ছড়ানো হয়।