নারীরাই নিজ যোগ্যতা দক্ষতায় স্থান করে নিয়েছে

0
52

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষর্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শাহিদা আকতার জাহান

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীর্থীদের বিদায় সংবর্ধনা ও বাষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, রাষ্ট্রীয় ও ব্যবসা বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় নারীরাই নিজের মেধা যোগ্যতা দক্ষতায় স্থান করে নিয়েছে। বর্তমান সময়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। প্রতিযোগিতায় নারীদের কেউ হঠাতে পারছে না। নারীরা সারা বিশ্বকে নেতৃত্ব দিবেন।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বাষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান উপরোক্ত কথাগুলো বলেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি আজম খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল মুকিম, স্কুল পরিচালনা কমিটির সদস্য লিয়াকত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, এস এম জামাল উদ্দীন, আমির হোসেন, তপন দাশ, দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক নবাব আলী, লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিম,মানবাধিকার কর্মী এস এম হামিদ ডিলার, শিক্ষক আমিনুল হক, দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির, যুবলীগ নেতা বাহাদুর চৌধুরী প্রমুখ।
ছবির ক্যাপশন- দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান।