নার্সিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন

0
175
বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে এক বছর মেয়াদী ইন্টার্নিশিপ ও মাস্টার্স কোর্স চালুসহ ৬ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে  নার্সিং কলেজের শিক্ষার্থীরা।nursing-student-hunger-stri20130701014041
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদেশে নার্সিং কলেজে পূর্ব ঘোষিত ছয় দিনব্যাপী আন্দোলন কর্মসূচি শেষে সোমবার এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে তারা।
তাদের অন্য দাবিগুলো হল- বৃত্তির পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু  ৩ হাজার টাকায় উন্নিতকরণ,বিশেষ বিসিএস এর ব্যবস্থাকরণসহ চাকুরির নিয়োগবিধি প্রকাশ,পৃথক সেবা অনুষদ গঠন ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় নির্ধারিত ইউনিফর্মের উপর প্রটেকটিভ ক্লথ হিসেবে অ্যাপ্রোন পড়ার অনুমতি।