‘নাহ, আমার কোনো রিঅ্যাকশন নেই ‘কথা বলার সময় একজন মন্ত্রীর শিষ্টাচার থাকা উচিত।’

0
116

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নাহ, আমার কোনো রিঅ্যাকশন নেই।’ পরিকল্পনামন্ত্রীকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘কথা বলার সময় একজন মন্ত্রীর শিষ্টাচার থাকা উচিত।’

আজ মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররোর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী গতকাল অভিযোগ করে বলেন, অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের পেনশন নেন। তাই তিনি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি (মুস্তফা কামাল) বিশ্বাস করেন না। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি সরকার ছাড়া কারও কাছ থেকেই পেনশন নিই না। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক আমাদের যে অপমান করেছে, সে কারণে বলেছিলাম মামলা করব। আমি যখন মন্ত্রী থাকব না তখন করব।’

সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) না বোঝা নিয়ে পরিকল্পনামন্ত্রীর দেওয়া বক্তব্য সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। এ সময় মুহিত বলেন, ‘এটা ওনার দুর্বলতা। পিপিপি একটি আন্তর্জাতিক ধারণা।’

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সংশোধন নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিরোধ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা সব সময় হয়। তারা বেশি টাকা চায়। আমরা দিতে পারি না।’

আরও জানতে পড়ুন